চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তুলে দিলেন মালিকের হাতে তিন মাস আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

১০ মার্চ, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

গত বছরের ২ ডিসেম্বর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন চকরিয়া থানা পুলিশ। গত ৮ মার্চ মোবাইলের মালিক পৌর শহরের ব্যবসায়ী তৌহিদুল ইসলামের হাতে ফোনটি ফেরত দেন ওসি মো.হাবিবুর রহমান।
ওসি মো. হাবিবুর রহমান বলেন, গত বছরের ২ ডিসেম্বর তৌহিদুল ইসলাম লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওইদিন চকরিয়া থানায় একটি জিডি করেন তিনি। যার নং (৫৮)।
তিনি আরো বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই মোবাইলটি উদ্ধার করি। পরে ৮ মার্চ মোবাইলের মালিককে ফেরত দেয়া হয়। বর্তমান পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেকোন হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল সহজেই উদ্ধার করতে সক্ষম।
তৌহিদুল ইসলাম লিমন বলেন, আমি মোবাইল ফেরত পাবো এটা মাথা থেকে ফেলে দিয়েছিলাম। পুলিশ তাদের প্রযুক্তির সহায়তায় আমার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করেছেন। সত্যি খুব খুশি লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চিরিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, থানার কম্পিউটার অপারেটর রাসেল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট