চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘প্রজন্ম হউক সমতার সকল নারীর অধিকার’

মফস্বল ডেস্ক

১০ মার্চ, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

‘প্রজন্ম হউক সমতার সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে ৮ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ছাড়াও আলোচনা সভা এবং পাহাড়ি এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, রোববার বিশ^ নারী দিবস উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র উদ্যোগে খাগড়াছড়িতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কথা বলেন, পাহাড়ে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকা-ে অবকাঠামোগত পরিবর্তন হলেও নারীসমাজের অবস্থার কোন অগ্রগতি হয়নি। বিশেষ করে পাহাড়ি নারীদের ওপর বহুমুখী সহিংসতা চেপে বসেছে। বিচারহীনতার সংস্কৃতিতে বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনায় প্রতিবিধান মিলছে না। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতাই পাহাড়ে নারীর নিরাপত্তাহীনতার বড়ো কারণ বলে বক্তারা মন্তব্য করেন। মারমা উন্নয়ন সংসদ হলে সংগঠনের সভাপতি কাকলী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিজেএসএস-র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা ও বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, নারী সমিতির কেন্দ্রীয় সা. সম্পাদক মল্লিকা চাকমা, অনিতা রোয়াজা এবং রতœা তঞ্চগ্যা। সমাবেশের আগে বিশালাকার ও বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনোয়ারা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় রবিবার আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, সমবায় কর্মকর্তা আ.ন.ম খালেক নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রিদুয়ানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা ও তথ্য সেবা কর্মকর্তা আয়েশা বেগম প্রমুখ।
সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান এসএম আল মামুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হকের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সমাজসেবা অফিসার লুৎফুর নেছা বেগম, সীতাকু- প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম ও মৎস্য অফিসার শামীম আহমেদ। উপজেলা প্রশাসন ও ইপসার সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, কৃষি সম্প্রসাধরণ কর্মকর্তা রতন কান্তি দত্ত প্রমুখ।
চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নিবেদিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রূপা, সভানেত্রী সৌরিতা জাগ্রত মহিলা সমিতি চন্দনাইশ পৌরসভা ও দপ্তর সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আসিব উদ্দিন, খাদ্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক পি.পি.এস মো. নুরুল হক, তথ্য সেবা কর্মকর্তা শাপলা খাতুন প্রমুখ।
উখিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জি। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, এনজিও সংস্থা ইপসার রেজওয়ানুল করিম, সুশিলন’র হাওয়া বেগম ও মহিলাবিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তাসকিয়া সুলতানা।
টেকনাফ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার প্রমুখ। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে ৮ মার্চ সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালিশেষে পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হ্নীলা পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল হোসেন, বশির আহমদ, ফরিদা বেগম, নাসরিন পারভিন, মর্জিনা আক্তার মদীনা, সচিব শেখ ফরিদুল আলম, সাবেক মেম্বার ছালেহ আহমদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুফিজুর রহমান, মৌলভী ফেরদৌস আহমদ প্রমুখ।
থানচি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং কারিতাস বেএনকেএস নারী উদ্যোক্তা ফোরামের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা। সভাপতিত্ব করেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহীদ), থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহন ত্রিপুরা ও কৃষি ব্যাংক থানচি শাখার ব্যবস্থাপক আসিফ হাসান। মূল প্রবন্ধ পাঠ করেন থানচি কলেজের প্রভাষক নুরুল হাসেম। নারীদের এগিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন বেএনকেএস প্রকল্প সমন্বয়কারী দিপা জয়া দেওয়ান, সাংবাদিক শহীদুল ইসলাম ও শিক্ষিকা লিজা রায় ত্রিপুরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট