চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বিপিএমপিএ’র উদ্যোগে বেসরকারি চিকিৎসকদের সভা

‘করোনাভাইরাস সম্পর্কে সচেতন হতে জনগণকে পরামর্শ দিতে হবে’

১০ মার্চ, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন ‘বিপিএমপিএ’র উদ্যোগে মহানগর এলাকায় বে-সরকারিভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত বে-সরকারি চিকিৎসকগণের জরুরি সভা ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বিপিএমপিএ’র প্রাক্তন সভাপতি ডা. কিউ এম ওহিদুল আলম, ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, ডা. ছাদেকুল আলম, ডা. ভাগ্যধন বড়–য়া। বক্তব্য রাখেন ডা. আশীষ কুমার মুখার্জী, ডা. সুশান্ত বড়–য়া, ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. হাসান মুৃরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. মো. আতিকুল হক, ডা. তৌহিদুল আনোয়ার খান, ডা. হাজেরা নাজনীন, ডা. নাদিয়া রহমান, ডা. নাজমা সুলতানা প্রমুখ। বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে খবর ইতিমধ্যে জনসাধারণের মাঝে পৌঁছেছে, তাতে জনগণ খুবই উদ্বিগ্ন। তাই বে-সরকারি পর্যায়ে সেবা প্রদানকারী চিকিৎসকগণকে এই ব্যাপারে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিতে হবে। তিনি স্ব স্ব চিকিৎসকগণকে স্ব স্ব অবস্থান হতে জনগণের পাশে থাকার আহবান জানান। সভাপতি বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম সর্বপ্রথম চসিক শুরু করেছে, পাশাপাশি চট্টগ্রাম বিপিএমপিএ ও এই কার্যক্রম গ্রহণ করেছে। তিনি সংগঠনের পক্ষ হতে করোনা ভাইরাস সম্পর্কে সেমিনার/লিফলেট ও প্রচারমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট