চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মডেল কিন্ডারগার্টেনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

১০ মার্চ, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

নগরীর কলেজ রোডে ১৯৫৮ সালে স্থাপিত মডেল কিন্ডার গার্টেন স্কুলের ৬২ বছর পূর্তি ও প্রাক্তন পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দী। গত শনিবার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা দিলদার বেগম, প্রাক্তন প্রধান শিক্ষিকা কমরিয়া আক্তার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষিকা তৈয়বুন নেছা, সহকারী প্রধান শিক্ষিকা অর্চনা রানী মজুমদার, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ফিরোজুল ইসলাম, সদস্য সচিব সাইদা খানম সাইকা, কায়েস মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ আশিকুল আলম, জেবায়ের হাসান প্রমুখ। প্রধান অতিথির প্রফেসর অঞ্জন কুমার নন্দী বলেন, এই স্কুল চট্টগ্রামের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে এই স্কুল ফিরে পাবে তার হারিয়ে যাওয়া সেই দিনগুলো যা ভবিষ্যতে কল্যাণ হিসেবে কাজ করবে। উল্লেখ্য, আগামী ২৯ মে ১ম পূনর্মিলনী অনুষ্ঠিত হবে এবং আগামী ১১ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত স্কুল প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট