চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শীর্ষ ১০ পেশাজীবী নারীকে সম্মাননা প্রদান করলো মাসিক চাটগাঁ ডাইজেস্ট

১০ মার্চ, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

নারীর অধিকার ও মর্যাদা লাভের ক্ষেত্রে আন্তর্জাতিক নারীর দিবসের গুরুত্ব অপরিসীম। সভ্যতার সূচনালয় থেকে সৃজনশীল ও উন্নয়নমূলক সকল কর্মকা-ে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীনতার জন্য সুদীর্ঘ সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নারী সমাজ অনন্য ভূমিকা রেখেছে।
গত ৮ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব এস. রহমান হলে মাসিক চাটগাঁ ডাইজেস্ট’র উদ্যোগে মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শীর্ষ ১০ পেশাজীবী নারীর সম্মাননা অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। প্রাক্তন যুগ্ম সচিব ও মাসিক চাটগাঁ ডাইজেস্ট’র প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী এম. আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও রাবার বোর্ডের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আনজুমান আরা ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন সেতারা গাফ্ফার।
মাসিক চাটগাঁ ডাইজেস্ট’র সম্পাদক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় অনরুষ্ঠানে শীর্ষ ১০ পেশাজীবী নারী সম্মাননা প্রাপ্ত ঘাসফুল’র পর্ষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ অনুভূতি ব্যক্ত করেন। শীর্ষ ১০ পেশাজীবী নারীরা হলেন, সমাজসেবায় পারভীন মাহমুদ এফসিএ, চিকিৎসায় ডা. রোকেয়া বেগম, শিক্ষায় প্রফেসর ড. জরিন আখতার, ফ্যাশন ডিজাইনে আইভি হাসান, ব্যাংকিং-এ রোওশন আরা বেগম, আইটিতে প্রকৌশলী নিলুফারিন আকতার, সাংবাদিকতায় লতিফা আনসারী রুনা, প্রশাসনে মোছাম্মত ফারহানা জাবেদ, ব্যবসায় মেজবীন আহমদ কনা, আইনপেশায় এডভোকেট রুনা কাশেম।
তাঁদের মুজিব শতবর্ষ লোগো, ক্রেস্ট ও মাসিক চাটগাঁ ডাইজেস্ট’র বিশেষ সংখ্যা প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট