চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বর্ণাঢ্য উৎসবে ‘ওমেন্স কনসেপ্ট’র মিলনমেলা

১০ মার্চ, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

ঘটা করে উদযাপিত হলো ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ওমেন্স কনসেপ্ট’র মিলনমেলা। অনুষ্ঠানে অংশ নেন শতাধিক অনলাইন নারী উদ্যোক্তা। আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র-ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাতকরণের লক্ষ্যে অনলাইন উদ্যোক্তাদের নিয়ে গতকাল নগরীর জিইসি মোড়ে ইরি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে আয়েশা ফারাহ্ চৌধুরী বলেন, সমাজের দুস্থ ও বেকার নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সফল। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করেছে। নারী নিজে উদ্যোক্তা হয়েও অন্যের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে। এতে করে নারী উদ্যোক্তা উন্নয়নে গতি সঞ্চারিত হবে, নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, নারী ও পুরুষের বৈষম্য হ্রাস পাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিশু একাডেমি চট্টগ্রাম জেলার শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা, চসিক রাজস্ব বিভাগের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরী, জুনিয়র চেম্বারের সেক্রেটারি রাজু আহম্মদ, রেড কার্পেটের সিইও সান শাহেদ, রাইজিং স্টারের প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহ্ নিঝুম খান, নিকিতা খান, জাহানারা পারভীন নিশাত, জান্নাত হাসান খান, নাজনীন আক্তার আইরিন, ফাহমিদা নুর বিথি, নাসরিন রিনা। অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো ও কমেডির পরিবেশন করেন আগত শিল্পীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট