চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে ২ বাংলাদেশি আক্রান্ত

ইতালি ফেরত ২ জন ‘করোনার লক্ষণ’ নিয়ে হাসপাতালে

পূর্বকোণ ডেস্ক

১০ মার্চ, ২০২০ | ২:২৮ পূর্বাহ্ণ

‘করোনাভাইরাসের লক্ষণ’ থাকা আরও দুই ইতালি ফেরত ব্যক্তিকে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাঝে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ রয়েছে।’ খবর : ইউএনবি
এদিকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি। দেশটিতে এর আগে আরেক বাংলাদেশি আক্রান্ত হন। নতুন করে আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চারজন আমিরাতের, তিনজন ইতালিয়ান, রাশিয়া ও নেপালের দু’জন করে এবং একজন করে ভারত ও সিরিয়ার নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত আরব আমিরাতে কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।
রবিবার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। এদের মধ্যে দু’জন একই পরিবারের।-বাংলানিউজ
এদিকে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন কোনো রোগী পাওয়া যায়নি বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট