চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সয়াবিন তেলের বোতলে তেলাপোকা !

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২০ | ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি সয়াবিন তেল কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টা থেকে ১ টা ৫০ মিনিট পর্যন্ত মিনার নামে ওই সয়াবিন তেল কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মিনার নামে একটি সয়াবিন তেল কারখানায় আজ দুপুর ১২ টায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। প্রায় দেড় ঘন্টা যাবত চলা এ অভিযানে কারখানায় ভেজাল পণ্য পাওয়া গেলে মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরো জানা যায়, অভিযানে সয়াবিন তেলের বোতলের ভেতর তেলাপোকা পাওয়া গেছে, এদিকে সরিষার তেল ও পামওয়েল একসাথে মিশিয়ে বোতলজাত করা হয়েছে যেটার নিচের অংশে পামওয়েল জমে গেছে । ভেজাল পণ্যগুলো ঘটনাস্থলেই ধ্বংস করে দেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট