চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অদিতির বসন্ত উৎসব

৯ মার্চ, ২০২০ | ৪:১৩ পূর্বাহ্ণ

মুজিববর্ষে অদিতির উনবিংশ বর্ষপূর্তিতে তিন দিনব্যাপী বসন্ত উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২য় দিন নাট্যজন শান্তনু বিশ্বাসের স্মরণে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন এমদাদুল হাসন বাবু ও সাইফুদ্দিন আহমেদ সাকী। সংগঠনের সভাপতি সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক মিনহাজ উদ্দিন রাসেল ও সমন্বয়ক জুয়েল শীল। পূর্ণা দাশ ও বাচিক শিল্পী প্রবীর পালের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য্য, শোয়েব আহমেদ ও আবুল কাশেম। কালপুরুষ নাট্যসম্প্রদায়ের সভাপতি শুভ্রা বিশ্বাসের কবিতা পাঠের পরেই উৎসব উপলক্ষে স্মরণিকা কৃষ্টির মোড়ক উম্মেচন করা হয়। বক্তারা বলেন, অদিতি ১১ বছর ধরে তিন দিনব্যাপী যে বসন্ত উৎসব নিয়মিতভাবে উদযাপন করে আসছে তা অত্যন্ত কঠিন। হাজার মানুষের উপস্থিতি বলে দেয় এই এলাকার প্রাণের উৎসবে পরিণত হয়েছে অদিতির বসন্ত উৎসব। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট