চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গণমাধ্যম সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর মাধ্যম

৯ মার্চ, ২০২০ | ৪:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অভিষেক ও প্রীতি সম্মেলনে রোববার সকালে চট্টগ্রাম নগরীর রীমা কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, গণমাধ্যম সবসময় সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে কাজ করেছে। সামনের দিনগুলোতেও সাংবাদিকরা ইতিবাচক ভূমিকার মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করে যাবে। এ সময় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অভিষেক ও প্রীতি সম্মেলন এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, মোস্তাক আহমেদ, দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, সিইউজের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সহ সভাপতি অনিন্দ্য টিটো, ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিএফইউজে সির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ।
উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল ও নির্বাহী সদস্য মহরম হোসাইন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট