চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বার্জার ফসরক বাংলাদেশে এনেছে ‘লকফিক্স ই সিরিজ’

৯ মার্চ, ২০২০ | ৪:১২ পূর্বাহ্ণ

দেশের বাজারে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং বিশ্বের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের সমন্বয়ে গঠিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বার্জার ফসরক লিমিটেড নিয়ে এলো কেমিক্যাল এ্যানকর ‘লকফিক্স ই সিরিজ’ এর তিনটি পণ্য। সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে এ নতুন পণ্যটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আমরা কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছি। যে কোনো বিল্ডিং তৈরি, ব্রীজ তৈরিতে কনস্ট্রাকশনে কেমিক্যালের দরকার রয়েছে। কনজুমারদের মধ্যে যে নলেজ গ্যাপ রয়েছে তা দূর হবে, আর আমাদের এবং ফসরেকের মধ্যে মেলবন্ধন আরো শক্তিশালী ও দৃঢ় হবে বলে আশা করি। আমরা নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসার চেষ্টা করি। আপনারা আমাদের পাশে থাকলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা করা না, এ দেশের উন্নতি করা।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বার্জার পেইন্টস বাংলাদেশের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী, ফসরক কেমিক্যালের জেনারেল ম্যানেজার সনজিব দত্ত, বার্জার ফসরকের হেড অফ সেলস গালিব মোহাম্মদ। লকফিক্স ই সিরিজের তিনটি পণ্য ই ৩৫, ই ৫৫, ই ৭৫। বিল্ডিং বাড়িতে যে কোনো জায়গায় কংক্রিটের বা বীডের ওয়াল, দেয়ালে ড্রীল করে অতি সহজেই রড লাগানো যাবে। এতে সময় কম লাগবে এবং খরচও কম হবে। ই ৩৫ এটি সাধারণ গ্রেডে কাজ করার জন্য ব্যবহার করা হবে। ছোট ছোট রড নিতে এটি কাজ করবে। ই ৫৫ সর্বোচ্চ জায়গায় কাজে ব্যবহার করা হবে। ই ৭৫ এটি হলো স্ট্রাকচারাল গ্রেড। এটি ভারী লোড নেয়ার কাজে ব্যবহার করা যাবে। লকফিক্স ই সিরিজের সকল পণ্য জার্মানি থেকে আমদানি করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট