চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভাষাসৈনিকদের তালিকা তৈরি করতে নির্দেশ হাইকোর্টের

৯ মার্চ, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।-বাসস
আইনজীবী ইশরাত হাসান বলেন, আদালত ৬ মাসের মধ্যে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছেন। সংস্কৃতি সচিবের নেতৃত্বে সমাজের গুরুৃত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কমিটি করে এই তালিকা করতে হবে। দুই মাস পর কমিটি গঠনের রূপরেখা ও তালিকার অগ্রগতি নিয়ে সংস্কৃতি সচিবকে একটি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। ৬ মাসের মধ্যে ভাষা সৈনিক ও ভাষা শহীদের পূর্ণাঙ্গ তালিকা আদালতে দাখিল করতে হবে। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সন্মান-সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি

হাইকোর্টে রিটটি করা হয়। রিটে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা গঠনের নির্দেশনা চাওয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করে থাকি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য। রিট আবেদনে ভাষা সৈনিকদের অনাদরে- অবহেলায় থাকা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট