চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বার বার গাড়িতে পাথর নিক্ষেপ ওয়াসার মোড়ে ফ্লাইওভারে

প্রতিকার মিলছে না

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২০ | ২:৫১ পূর্বাহ্ণ

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে একের পর এক পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য ফ্লাইওভারে উঠে মো. ইদ্রিস নামের এক ব্যক্তি। ফ্লাইওভারের ওয়াসার মোড় অংশে আসতেই ইটের বড় একটি টুকরা গাড়ির (কার) গ্লাসে এসে পড়ে। গাড়ি নিয়ন্ত্রণে থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় পুলিশের সহায়তা চাইতে গিয়ে কোন সহায়তা না পেয়ে হতাশ হয়েছেন অভিযোগ তার। এ সম্পর্কে জানতে চাইলে দুর্ঘটনার শিকার মো. ইদ্রিস জানান, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আখতারুজ্জামান ফ্লাইওভার উঠেন। সামান্য যেতেই একটি বড় একটি টুকরো গাড়ির সামনে এসে পড়ে। পাথরটি অনেক দ্রুত গতির ছিল এবং কেউ ইচ্ছেকৃত পাথরটি নিক্ষেপ করেছে। গাড়ির গ্লাস লাগানোর জন্য ইমপোর্টারের সাথে কথা বলে জানতে পারি, গত কয়েক বছরে প্রায় ২০টিরও অধিক গাড়ির গ্লাস ভেঙেছে একই জায়গায়। কিন্তু হতাশার বিষয় হচ্ছে

আমি থানায় গিয়ে পুলিশের কোন সহযোগিতা পাইনি। তিনি আরো বলেন, এ ব্যাপারে খুলশী থানায় অভিযোগ জানাতে গেলে, এ জায়গাটি তাদের থানার আওতাভুক্ত না বলে জানান কর্মরত ডিউটি অফিসার। এবং জনে জনে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন। অভিযোগ জানাতে তিনি আমাকে কোতোয়ালী থানায় যাওয়ারও পরামর্শ দেন। এ সম্পর্কে জানতে চাইতে খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, লালখান বাজার থেকে ফ্লাইওভারে উঠতে হাতের বাম পাশের অংশটি খুলশী থানার আওতাধীন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ জানাতে আসলে অবশ্যই অভিযোগ নেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট