চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লোহার ডিপোতে হামলা সীতাকু-ে ৮ আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

৭ মার্চ, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

সীতাকু-ের মাদামবিবিরহাটে অবস্থিত মেসার্স এফ এম এন্টারপ্রাইজ স্ক্র্যাপ লোহার ডিপোতে হামলা-ভাঙচুর চালিয়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত ৮ আসামির জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলে প্রেরণ করেছে আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ মার্চ উপস্থিত হয়ে জামিন চাইতে গেলে আদালত আসামি মো. বাদল (৪৮), মো. আফছার (৪৫), আব্দুল সামাদ প্রকাশ ভুলক (৫২), মো. ইব্রাহিম (৩৫), দিল মোহাম্মদ (২৬), মো. মিটু (২৪), মো. রনি (২৭) ও মো. জামাল (৩৮)-এর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলে পাঠান। এর আগে একই ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে এ নিয়ে মোট ১১ আসামি জেলে গেলেও লুটকৃত টাকা উদ্ধার হয়নি।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এফ এম এন্টারপ্রাইজ নামক লোহার ডিপোতে স্থানীয় একদল যুবক এসে ম্যানেজারসহ সবাইকে মারধর করে ১০ লাখ টাকা লুট করে। এ ঘটনায় এফ এম এন্টারপ্রাইজের মালিক মো. জাহেদ হোসেন বাদি হয়ে ঐদিন রাতেই ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার সীতাকু- থানার এস.আই হারুনুর রশিদ জানান, মামলার পর আমরা মো. হৃদয় (২৮), মো. নয়ন (২৭) ও জাহেদ (২২) নামক ৩ জনকে গ্রেপ্তার করেছিলাম। অন্যরা হাইকোর্টে জামিনে ছিলেন। জামিন শেষে ৮ জন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাঠান। তিনি আরো বলেন, তারা টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট