চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি টাকা

চন্দনাইশে পানি সরবরাহ ও স্যানিটেশন চুক্তি সম্পাদন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৭ মার্চ, ২০২০ | ২:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ৮৭ কোটি টাকার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের চুক্তি সম্পাদন হয়েছে গত ৫ মার্চ।

পৌর মেয়র মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়, উপ-সহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দীন, পৌরসচিব মো. মহসিন, পৌর সহকারী প্রকৌশলী লুৎফর রহমান, আ.লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, পৌর আ.লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মাহাবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সহ-সভাপতি আবু তালেব আনচারী, এসএম রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও এশিয়ান ইনট্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে হবে। বাংলাদেশ পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও চন্দনাইশ পৌরসভার মধ্যে অংশীদারিত্ব চুক্তি সম্পাদিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট