চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ভুয়া কাগজ দিয়ে হেরোইন মামলার আসামীর জামিন: আইনজীবি আটক

অনলাইন ডেস্ক

৭ মার্চ, ২০২০ | ১২:০০ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের জামিন নামার ভুয়া কাগজ দিয়ে হেরোইন ব্যবসায়ীর জামিন নেয়ার চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডি।

মাহবুবুল হক সুমন নামের এই আইনজীবিকে গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) আদালতে হাজির করা হয়। এসময় ৩ দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর ম্যাজিষ্ট্রেট এম এম মহিউদ্দিন মুরাদ এর আদালত তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আদালতের এসি প্রসিকিউশন সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সুত্রে জানাগেছে, ২০১৬ সালে নগরীর রেল স্টেশন থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য এক আসামীকে নিজাম উদ্দিন সংঘবদ্ধ একটি চক্র হাইকোর্টে নকল সহি মুহুরী এবং ভুয়া জামিনের কাগজ তৈরি করে আদালত থেকে জামিন নিয়ে নেয়ার ঘটনা প্রকাশ পায়। পরে হাইকের্টের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আইনজীবি মাহবুবুল হক সুমনকে আসামী করে মামলা দায়ের করে। (কোতোয়ালি থানার মামলা নং-৪৮(১)১৮)

 

 

পূর্বকোণ/-এস

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট