চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা হ চবি

৬ মার্চ, ২০২০ | ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তিতে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্ত্রী উৎসব গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক পূর্বকোণ। শোভাযাত্রায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন সাবেক চবি উপাচার্য এম বদিউল আলম, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর, চাকসুর সাবেক ভিপি আবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন, সাবেক

সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ।
উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন উচ্চপদস্থ স্থান এ বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখর। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে আসীন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন এবং উম্মে হাবিবার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এছাড়াও শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক ড. মো. এনায়ত উল্যা পাটওয়ারী। সভা শেষে বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট