চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডায়াবেটিক মেলার উদ্বোধনে জেলা প্রশাসক ইলিয়াস

হাসপাতালের ভূমি জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে

৬ মার্চ, ২০২০ | ৪:২৬ পূর্বাহ্ণ

ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষে গতকাল ৫ মার্চ থেকে ৭ মার্চ খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ‘১০ম ডায়াবেটিক মেলার উদ্বোধন সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। মেলার উদ্বোধক ও প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ডায়াবেটিক হাসপাতাল যেভাবে রোগীদের বৃহত্তর পরিসরে সেবা দিয়ে যাচ্ছে, এতবড় একটি মহৎ কর্মের জন্য তিনি সমিতির সাধারণ সম্পাদকসহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের নামে লীজপ্রাপ্ত জমিটি বরাদ্দ পাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানানো হবে। বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডায়াবেটিস সম্পর্কে প্রচার-প্রচারণার জন্য মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ মোরশেদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, সদস্য এস এম জাফর, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়–য়া, মো. রাকিবুল ইসলাম, এডভোকেট চন্দন কুমার তালুকদার, এডভোকেট মো. আকতার হোসেন, মো. হাসান মুরাদ, মো. শহীদুল ইসলাম, হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. নওশাদ আজগার

চৌধুরী, মেলা কো অর্ডিনেটর পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি প্রমুখ। মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি : আজ শুক্রবার ২য় দিন বিকাল ৩টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ডায়াবেটিস সচেতনতামূলক নাটক, যাদু, মেরিট এ্যাওয়ার্ড ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মেলার সমাপনী দিনের কর্মসূচি : কাল ৭ মার্চ সকাল ১১টায় প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান এম,এ সালাম, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট