চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নারী দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে ফর উইম্যানে ব্যতিক্রমী আয়োজন

অনলাইন ডেস্ক

৫ মার্চ, ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এ ‘নারী কী চায়?’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রুফটপ কনফারেন্স হলে ইউএন উইম্যানের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে তিন দেশের নারী রাষ্ট্রদূত, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের নারী বিষয়ক সহযোগী সংস্থা ইউএন- ওম্যানের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শুকো ইশিকাওয়া’র সঞ্চালনায় পরিচালিত প্যানেল ও মুক্ত আলোচনায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন থাই দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত অরুনরাংগ ফুতং হামফ্রেস, বাংলাদেশে নিযুক্ত সুইডিস রাষ্ট্রদূত সিডসেল ব্ল্যাকেন, রয়েল নরওয়েজিয়ান দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শার্লোটা, ইউএনএফপিএ’র বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আসা টর্কেলসন, ঢাকায় নিযুক্ত ইউনেসকোর হেড অব এডুকেশন ও এডুকেশন প্রোগ্রাম স্পেশালিস্ট সান লেই । স্বাগত বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড ।

সেমিনারে উপস্থিত ছিলেন ইউএন-উইম্যানের বাংলাদেশ অফিসের কমিউনিকেশন এনালিস্ট সৈয়দা সামারা মুরতাদা ও ইউএনএফপিএ’র বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার-কমিউনিকেশন আসমা আকতার ।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট