চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪ বছরের মধ্যে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে হবে নতুন প্লান্ট

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২০ | ১:১৭ অপরাহ্ণ

আরো একটি নতুন বিদ্যুৎ প্লান্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে। ফিজিবিলিটি স্টাডি শেষে ৪শ মেগাওয়াট ক্ষমতার এ নতুন প্লান্টটি নির্মাণ কার্যক্রম শুরু হবে। ২০২৪ সালের মধ্যে নতুন এ প্লান্ট স্থাপন করা হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর সমীক্ষা দল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জনের সঙ্গে মতবিনিময় করেছেন। ফিজিবিলিটি স্টাডি শেষে নির্মাণ কার্যক্রম শুরু হবে জানিয়ে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন,  আশা করছি ২০২৪ সালের মধ্যে এ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট