চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভোট ৩১ মার্চ করার আবেদন

চার দফা দাবিতে নির্বাচন কমিশনে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২০ | ৩:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পেছানো, অবাধ সুষ্ঠু এবং ভোটারদের কেন্দ্রমুখী করাসহ চার দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি’র মেয়র প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার সকালে ৪ দফা দাবি সম্বলিত একটি আবেদনপত্র দিতে লাভ লেইনস্থ নির্বাচন কমিশনারের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে এটি হস্তান্তর করেন। এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে ৪ দফা দাবিসমূহ বাস্তবায়ন হলে জনগণ ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত হবে। চিঠিতে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে- চারদিন এক নাগাড়ে ছুটির দিন হওয়ার কারণে ২৯ মার্চের পরিবর্তে নির্বাচনের তারিখ ৩১ মার্চ করা, ইভিএম এর প্রতিটি বুথে ইউনিফর্ম পরিধানরত সেনাবাহিনী অফিসার নিয়োগের মাধ্যমে ইবিএম এর টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি কোন অবৈধ অনাকাক্সিক্ষত লোক যাতে অন্যের ভোট দিতে না পারে, সে দায়িত্বের পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপত্তা প্রদান, প্রিসাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার এক শতাংশে নিয়ে আসতে হবে। কারণ সিটি কর্পোরেশনের প্রায় ২০ লাখ ভোটের মধ্যে ৫% ভোট যদি প্রিসাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোট হয়। যা চাইলে তারা কারচুপি করতে পারে, যেটাতে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয় এবং এনআইডি কার্ড ছাড়া কেউ যেন ভোট কেন্দ্রে যেতে না পারে ও ৪শ’ গজের মধ্যে কোনো বহিরাগত যাতে জড়ো হতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি আব্দুল আজিজ, নিয়াজ মোহাম্মদ খান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল, শাহা আলম, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, কামরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট