চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লামায় বেপরোয়া মাহিন্দ্র উল্টে নারী শিশুসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, লামা

৪ মার্চ, ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় বেপরোয়া গতিতে চলা মাহিন্দ্র উল্টে নারী ও শিশু সহ ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় লামা-রূপসীপাড়া সড়কের অভিপোস্ট পাড়ার মাদ্রাসা সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসে।
লামা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৮ জনকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন, সাথী আক্তার (১৮) পিতা- মো. শাহ আলম মেম্বার, আছমা বেগম (৩০) স্বামী- মিজানুর রহমান, নাদিরা পারভিন (৪০) স্বামী- মো. সাখাওয়াতুল ইসলাম, মো. আবিদ (৭) পিতা- মো. মিজানুর রহমান, ইশরাত (২২) স্বামী- মো. শাকিল, মো. আবির (৩০) পিতা- আব্দুল মান্নান, নাঈম হাসান (১৩) পিতা- মো. শাহ আলম মেম্বার, মো. নুরুল ইসলাম (৪৫) পিতা- মো. সায়েদ আলী, নাফিজ (১৭) পিতা- মো. সাখাওয়াতুল ইসলাম ও মিম আক্তার (১৩) পিতা- মো. মিজানুর রহমান। সকলে লামার রুপসী বাজার পাড়ার বাসিন্দা।
আহতদের হাসপাতালে নিয়ে এলে লামা হাসপাতালে সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ, ডা. আরিফ বিন রশিদ, ডা. দিদারুল মেহের ও সহকারী মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউছার তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আহত যাত্রী নাফিজ বলেন, মাহিন্দ্রটি লামা বাজার হতে রূপসীপাড়া বাজারে যাচ্ছিল। যাত্রা পথে সড়কের অভিপোস্ট পাড়ার মাদ্রাসা সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পূর্বে মাহিন্দ্রটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্রটি পাহাড়ে ধাক্কা দেয় এবং কয়েকবার উল্টে যায়। গাড়িতে থাকা সকল যাত্রী ড্রাইভারসহ আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বকোণ/ রফিক- এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট