চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উত্তর পতেঙ্গায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২০ | ২:৪৩ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর আগমনকে ঘিরে এঘটনা ঘটে।
আওয়ামী লীগের দুই কাউন্সিলর হলেন- আব্দুল বারেক। তিনি ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী।

অপরজন জয়নাল আবেদীন চৌধুরী আজাদ। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উত্তর পতেঙ্গা পূর্ব হোসাইন আহম্মদ পাড়া চেয়ারম্যান গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয়নাল আবেদীন চৌধুরী আজাদ পতেঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ সম্পর্কে জয়নাল আবেদীন চৌধুরী আজাদ জানান, সন্ধ্যায় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নামাজের পর পূর্ব হোসাইন আহমেদ মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এসময় আবছারের নেতৃত্বে লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন সমর্থক আহত হয়। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে আবদুল বারেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট