চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রীসহ বিভিন্নমহলের শোক সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণ

৪ মার্চ, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর সভাপতি, বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, একুশে পদক প্রাপ্ত, মিয়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, রাজকীয় থাইল্যান্ড সরকার কর্তৃক ফ্রাবিশুদ্ধিবংশ উপাধি প্রাপ্ত, ঢাকা ধর্মরাজিক মহাবিহারের মহাধ্যক্ষ ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (অনিচ্চা বত সাংখারা…)। মহামান্য সংঘনায়কের প্রয়াণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী

শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাক্তন মন্ত্রী কমরেড দীলিপ বড়–য়া, সাংসদ সাবের হোসেন চৌধুরী, বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রণব কুমার বড়–য়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়–য়াসহ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বুড্ডিস্ট ফেডারেশন, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, বৌদ্ধ যুব পরিষদ, বুড্ডিস্ট ফাউন্ডেশন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণে বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল, যুব, মহিলা ও নব প-িত বিহারের উপাসক-উপাসিকাবৃন্দ গতকাল বিকাল ৩টায় নব প-িত বিহার মিলনায়তনে এক শোকসভার আয়োজন করে। শোক সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ মার্চ শনিবার প্রয়াত সংঘনায়কের সাপ্তাহিক মহাসংঘদান এবং ১৪ মার্চ শনিবার সকাল সংঘদান ও স্মরণসভা, বিকালে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ঢাকা ধর্মরাজিক মহাবিহারে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট