চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

১৮ মৃত ব্যক্তির নামে থানায় অভিযোগ !

নিজস্ব সংবাদদাতা হ চকরিয়া-পেকুয়া

৪ মার্চ, ২০২০ | ২:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৯৯ জনকে আসামি করে একটি নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ওই মামলার ৯৯ জন আসামিদের মধ্যে ১৮ জন মৃত ব্যক্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ির বাসিন্দা মোহাম্মদ নিজাম বাদি হয়ে গত ২৮ ফেব্রুয়ারি চকরিয়া থানায় অভিযোগটি দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত জমি থেকে মালিকপক্ষের লোকজনকে উচ্ছেদ করতে এ অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। বাদি অভিযোগে দাবি করেন, মেধাকচ্ছপিয়া আলীম উদ্দিন ওয়াকফ এস্টেটের ১৮৩ দশমিক ৩৮ একর লবণ ও চিংড়ি চাষের জমি অবৈধভাবে দখল করে আছে একটি চক্র। তাদেরকে বিভিন্ন সময় এসব জমি ছেড়ে দিতে বললেও তারা ছাড়ছে না। তাই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার আশ্রয় নিয়েছি। ভুক্তভোগীরা জানান, চকরিয়া খুটখালীর মেধাকচ্ছপিয়া এলাকার ১১৪টি পরিবারের ১৮৩ দশমিক ৩৮ একর চিংড়ি ও লবণ চাষের জমি আলীম উদ্দিন ওয়াকফ এস্টেটের দাবি করে আসলেও ইতোপূর্বে কক্সবাজার জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে অসত্য প্রমাণিত হয়েছে।

ইতোমধ্যে অনেকের নামে নামজারি খতিয়ানও সৃজিত হয়েছে। এসব জমি দখলে নিতে মোহাম্মদ নিজাম উদ্দিন গংরা বিভিন্নভাবে হামলা-মামলা করে আসছেন। মামলায় ১৮ জন মৃত আসামির ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট