চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পব্রেকিং ইয়ার্ড ম্যানেজারের ওপর হামলা, ১৩ লাখ টাকা লুট

সীতাকু- ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে তা-ব, প্রাইভেটকার ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

৪ মার্চ, ২০২০ | ২:০৬ পূর্বাহ্ণ

শিসীতাকু-ে দিনদুপুরে এক শিপব্রেকিং ইয়ার্ড ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ ১৩ লাখ টাকা লুট করে তার গাড়ি ভাঙচুর করেছে একদল দুস্কৃতিকারী। তাদের চাহিদা মোতাবেক ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গতকাল দুপুরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত ক্রিস্টাল শীপার্স লি. নামক শিপব্রেকিং ইয়ার্ডের কিছু জায়গা সম্প্রতি গ্যাস লাইনের জন্য এল.এ শাখা অধিগ্রহণ করে। এর বিনিময়ে ইয়ার্ড কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের টাকাও দেয় গ্যাস কর্তৃপক্ষ। এই খবর স্থানীয় কিছু দুস্কৃতিকারী জানার পর তারা ওই টাকা থেকে ৩০ লাখ টাকা তাদেরকে দিতে হবে বলে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু ইয়ার্ড কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করলে ইয়ার্ড থেকে মালামাল বের করতে

দেওয়া হবে না বলে হুমকি দিতে থাকে। এতেও কাজ না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই ইয়ার্ডের সিনিয়র ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ (৩৮) তার ব্যক্তিগত কার নিয়ে ইয়ার্ডে প্রবেশকালে পূর্ব থেকে অপেক্ষমাণ তসলিম উদ্দিন (৩৫),মো.মুসলিম উদ্দিন (৩৮), মো.নাসিম উদ্দিন (৩২), মো. রানা প্রকাশ রানা ডাকাত (৩০), মো. তারেক (২৮), মো.ইউনুচ (৩২), মো.আবুল কালাম (৪৫), মো.জাহাঙ্গীর (৪০), বাবলু (৩৫), ওসমান (২৬) সহ অজ্ঞাত ২৫/৩০জন তার গাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে সাথে থাকা কোম্পানির নগদ ১৩ লক্ষ ৯৮ হাজার ৮’শত টাকা, দামী মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম লুটে নেয় এবং ক্ষতিসাধন করে। এতে ইয়ার্ডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগি সিনিয়র ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে রাতেই সীতাকু- থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সীতাকু- থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) সুমন বণিক। তিনি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট