চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রামুতে ১০ হাজার ইয়াবা ও ২৫ লাখ টাকাসহ প্রবাসীর স্ত্রী আটক

নিজস্ব সংবাদদাতা হ রামু

৪ মার্চ, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু থেকে সোমবার দিবাগত রাতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৫ লাখ টাকাসহ সমিরা বেগম (২৫) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার রাজারকুল ইউনিয়নের নারিকেল বাগান এলাকায় দুবাই প্রবাসী মোহাম্মদ জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিবি’র ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজ্জামান, ইন্সপেক্টর মিজানুর রহমান, জনি দেবদাশ, সাজেদুলসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডিবি’র চৌকস একটি দল অংশ নেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃত ইয়াবা কার্বারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল। তার বিরুদ্ধে ডিবি’র ইনস্পেক্টর রাজীব সুত্র ধর বাদী হয়ে মঙ্গলবার (৩ মার্চ) রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর : ০৩ মার্চ ২০২০। রামু থানা পুলিশ

জানান, আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে চালান দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আসামিকে চার্জ ওয়ারেন্ট মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে একইদিন সন্ধ্যায় সামিরা বেগমকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট