চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলায় জাতীয় ভোটার দিবসে বক্তারা

ভোট জনগণের ন্যায্য অধিকার

মফস্বল ডেস্ক

৪ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যে উপজেলার বিভিন্ন নির্বাচনী অফিসের উদ্যোগে গত ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় বক্তারা বলেন, একসময় এদেশে ব্যালট ছিনতাই এবং বুলেট ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কিন্তু আ.লীগ সরকার মানুষের ভোটাধিকার ফিরে দিয়েছেন।
সাতকানিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচন অফিসে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা আ.লীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, উপ-প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, তানবীরুল হাসান ও আনোয়ার হোসেন।
রামু: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচন অফিসে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুর রহমান। উপজেলা নির্বাচন অফিসের আইটি বিভাগের আজাদ মনসুর ও পলাশ শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মোতালেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, ফরহাদ হোসেন, ক্যছাই মং চাক প্রমুখ।
টেকনাফ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস প্রমুখ।
রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙামাটি জেলার উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর-দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, সমাজসেবা কর্মকর্তা আবু জাফর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া।
রোয়াংছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, বান্দরবানের উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পষিদের চেয়াম্যান চহাইমং মারমা। রোয়াংছড়ি কলেজে প্রভাষক উহাইসিং মারমা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি কলেজ অর্থনীতি বিভাগের প্রভাষক চৈতী রাণী দাশ, ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা, নির্বাচন অফিস কর্মকর্তা মংক্যউ মারমা, সন্তোষ চাকমা প্রমুখ।
ফটিকছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন দুই ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও এড. ছালামত উল্লাহ্ চৌধুরী শাহীন, আ.লীগ নেতা আব্দুল কুদ্দুচ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোর্শেদ, এস.এম মাসুদ পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট