চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কধুরখীল হাইস্কুলে এমপি মোছলেম শিক্ষায় বোয়ালখালীতে বিপ্লব ঘটাতে চাই

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৪ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বোয়ালখালী শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে যেকোনো উপজেলার চেয়ে অনেকটা এগিয়ে ছিল দীর্ঘসময় ধরে। তবে বর্তমান ধারায় তা ম্লান হয়ে গেছে। এই ধারা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। তাই তিনি বলেন, শিক্ষায় বায়ালখালীতে বিপ্লব ঘটাতে চাই ।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ মার্চ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা ভূমি কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, দক্ষিণ জেলা আ. লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, আ. লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম ও রেজাউল করিম বাবুল। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়–য়া, ক্রীড়া শিক্ষক আমির হোসেন প্রমুখ।

এরপর মোছলেম উদ্দিন আহমদ উপজেলার আমুচিয়া ভূমি অফিস ও সারোয়াতলী মুনার মার মসজিদ সড়ক উদ্বোধন করেন। দুপুরে আমুচিয়া ইউনিয়ন নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন তিনি। ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন শাহনেওয়াজ হায়দার শাহিন, আহমদ হোসেন, শামীম আরা বেগম, শাহাদাত হোসেন মুন্না, সাদ্দাম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট