চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজান পৌরসভার রামকৃষ্ণ আশ্রমে ভক্ত সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৪ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৫তম জন্মতিথি ও বার্ষিকী উপলক্ষে গত ১ মার্চ ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চবির প্রফেসর রনজিত কুমার দের সভাপতিত্বে আশ্রমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ও বেলুরমঠের স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। আলোচক ছিলেন ঢাকা রামকৃষ্ণ মিশনের দেবধ্যানানন্দ মহারাজ ও প্রাক্তন ব্যাংক কর্মকর্তা অঞ্জন দেব। মানু কর্মকার মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তপন দে, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, ডা. অরুণ কান্তি শর্মা, যুবলীগ নেতা সেলিম উদ্দিন ও ছাত্রনেতা মোহাম্মদ আসিফ। প্রধান অতিথি সম্মেলনশেষে জমির উদ্দিন পারভেজকে নারীশিক্ষায় অবদানের জন্য ‘বেগম রোকেয়া সম্মাননা স্মারক’ প্রদান করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট