চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অতিরিক্ত সচিব মাহফুজুল হক

মাদক জঙ্গিবাদ উন্নয়নে প্রধান অন্তরায়

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

৪ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

সরকারের অতিরিক্ত সচিব ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহফুজুল হক বলেছেন, মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়। ছাত্র-যুবসমাজকে এগুলো পরিহার-প্রতিহত করতে হবে।

ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ২ মার্চ একথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের উপ-পরিচালক কাজি নাজিমুল ইসলাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মুহাম্মদ শওকতুল আলম, কলেজের দাতা সদস্য সোহরাব জাব্বার, আওয়ামী লীগ নেতা ওসমান গণি, পৌর মেয়র এম সিরাজ-উদ-দ্দৌলা, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ও মুহাম্মদ উল্লাহ বাবলু প্রমুখ। শেষে অতিথিবৃন্দ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনীর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট