চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোপণকৃত ধানের চারা নষ্টের অভিযোগ

আনোয়ারা এলাকায় উত্তেজনা, সংঘর্ষের আশংকা, থানায় লিখিত অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৪ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভূমিতে রোপণকৃত ধানের চারাগাছ কেটে ক্ষতিসাধন করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনা বাধা দিতে গেলে প্রতিপক্ষের হাতে কয়েকজন আহত হয়েছে। গত সোমবার সকালে জুঁইদ-ী এলাকায় এ ঘটনা ঘটে। সংগঠিত ঘটনায় এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কফিল উদ্দিন বাবু বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আনোয়ারা থানার ডিউটি অফিসার এস.আই রানা লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার জুঁইদ-ী গ্রামে কফিল উদ্দিন বাবু ৯ গ-া জমিতে ধানের চারা রোপণ করে। প্রতিপক্ষরা অজ্ঞাতনামা লোকদেরকে নিয়ে ধানের চারাগুলো কেটে নষ্ট করে দেয়। পরে পায়ের পাড়া দিয়ে মাটির ভেতরে চারাগুলো পুতিয়ে দেয়। খবর পেয়ে বাঁধা দিলে প্রতিপক্ষের হাতে কয়েক জন আহত হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। কফিল উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কফিল উদ্দিন জানান, প্রতিপক্ষের হুমকিতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট