চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দরবারে বারীয়া শরীফে মিলাদুন্নবী (স.) ও ওরশে বদরুদ্দোজা বারী

নবীর (দ.) প্রেম, ও সততা প্রকৃত মুসলমানের আদর্শ

৪ মার্চ, ২০২০ | ১:৩৫ পূর্বাহ্ণ

চান্দগাঁওস্থ বারীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বার্ষিক ওরশ মাহফিল গত ২ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন শাহ্ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মুফতি ওবাইদুল হক নঈমী, কাজী মঈন উদ্দীন আশরাফী, সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক, মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, অধ্যক্ষ ইছমাইল নোমানী, মাওলানা আব্দুল আজিজ আনোয়ারীসহ দেশবরেণ্য খ্যাতনামা বহু ওলামায়ে কেরাম, গণ্যমান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গসহ দরবার শরীফের অসংখ্য ভক্ত-মুরীদান ও সর্বস্তরের মুসলিম জনতা।

সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দেজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃতমুসলমানের আদর্শ। যা আল্ল­াহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন বলেন, আজকের পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, অশান্তি চরম আকার ধারণ করেছে। এথেকে মুক্তি তথা ব্যক্তি, পরিবার, সমাজ ও রষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতার বিকল্প নেই। মাহফিল সঞ্চালনা করেন লেখক জসিম উদ্দীন মাহমুদ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহ্ ছুফি সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট