চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ইএসডিপির প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের জন্য অফিস স্পেস উদ্বোধন

৪ মার্চ, ২০২০ | ১:৩৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের জন্য নগরীর আগ্রাবাদস্থ সিজিএস বিল্ডিং ১ এর তৃতীয় তলায় গতকাল ৩ মার্চ মঙ্গলবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ৩০ জন উদ্যোক্তা একসাথে কাজ করার সুবিধা সম্বলিত উদ্যোক্তা সাপোর্ট সেন্টারের নতুন সংযোগজন কো অফিস স্পেস এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ ইয়াছিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইএসডিপির প্রকল্প পরিচালক (উপ সচিব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (বিডা) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ ইয়াছিন। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়ক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ইএসডিপির প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি মাহফুজুল হক শাহ ও প্রথম ব্যাচের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শেখ নজরুল ইসলাম মাহমুদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট