চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৭ দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু উৎসব উদ্বোধন

৩ মার্চ, ২০২০ | ৩:৫৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে ২০২০ সাল হতে প্রতিটি স্কুলে বঙ্গবন্ধুবিষয়ক স্কুলভিত্তিক কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি ২০২১ সাল পর্যন্ত চলবে। ১৭ মার্চ এ মহামানবের জন্মশতবার্ষিকী, তাই চট্টল ইয়ূথ কয়ার বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন স্কুলে স্কুলভিত্তিক কর্মসূচি রয়েছে। ১ মার্চ রবিবার বিকাল ৪টায় প্রধান কেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ১৭ দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লায়ন সুজিত দাশ অপু উপরোক্ত কর্মসূচি ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে কয়ার মহাসচিব অরুন চন্দ্র বণিক ১৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজিত চৌধুরী মিন্টু, প্রণব রাজ বড়–য়া, এম লোকমান হাকিম, সমীরণ পাল রোজী চৌধুরী, সত্যব্রত দেওয়ানজী, রাজু ধর, সবির আহম্মদ, হানিফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট