চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারা ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৩ মার্চ, ২০২০ | ১:৪১ পূর্বাহ্ণ

উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ‘শিশু বরণ’ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

উপজেলার প্রতিটি বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের ফুল, কেক, চকলেট দিয়ে আপ্যায়ণ’র মাধ্যমে বরণ করে নেয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত থেকে শিশু বরণ অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন। এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য বলেন, প্রাথমিক শিক্ষার অঙ্গনে ২০১৭ সাল থেকে নিজের উদ্ভাবনী কার্যক্রমের অংশ হিসেবে আনোয়ারায় সকল বিদ্যালয়ে এ শিশু বরণ দিবস পালিত হয়ে আসছে। তিনি আরো বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার লক্ষ্যই হচ্ছে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে নতুন শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষায় তাদের আনন্দ ও স্বতঃস্ফূর্ত অভিষেক ঘটানো। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ আনোয়ারা অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দিত করে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব বলেন, এ শিশু বরণের মাধ্যমে বছরের শুরুতেই আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু হল। এর ফলে সার্বিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া কমবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট