চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে টমটম গাড়ি দুর্ঘটনায় পাঁচ উপজাতি নারী আহত 

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২ মার্চ, ২০২০ | ১০:৫১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টমটম গাড়ি দুর্ঘটনায় পাঁচ উপজাতি নারী আহত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইউনিয়নের বাইশারী বাজার সংলগ্ন স্টিল ব্রিজের পাশে বাইশারী ঈদগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকও আহত হয়েছেন।

আহতরা হলেন বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দৈয়ার বাপের মার্মা পাড়ার বাসিন্দা অংচাছিংয়ের স্ত্রী মিছাউ মার্মা (৬২), প্রয়াত থোয়াছাপ্রু মার্মার স্ত্রী ওয়াংমাছিং মার্মা (৬০), থোয়াইছাছিং মার্মার স্ত্রী মুবাং মার্মা (৪৫), মংলাওয়াং মার্মার স্ত্রী উখাইনু (৪৩) ও মিছা মার্মার স্ত্রী ক্যাওয়াইনু (৪০)। এদের মধ্যে মুবং মার্মা ও ক্যাওয়াইনুর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী উপজাতি নেতা নিউলামং মার্মা জানান, পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের লোহারঝিরি মার্মা পাড়া হতে ধর্মীয় অনুষ্ঠান (শ্রমণ) শেষ করে টমটম গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে বাইশারী বাজার সংলগ্ন ব্রিজের কাছাকাছি পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ ধানক্ষেতে পড়ে গিয়ে পাঁচজন উপজাতি নারী আহত হয়। এ সময় আহতদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের বাইশারী বাজারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম ও বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

পূর্বকোণ/শামীম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট