চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২০ | ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির নুর আহমেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন করেন তারা।

এ সময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকারের অধীনে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। গণতন্ত্র হত্যা করে বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করে একের পর এক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ, পানির দামও বাড়িয়েছে। এতে গরীব ও মধ্যবিত্তদের পরিবারে দুর্যোগ নেমে আসবে। মানববন্ধনে আরো অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপি নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী ।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট