চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যুবলীগের প্রতিনিধি সভা: শুরুর আগেই হাতাহাতি

নিজস্ব প্রতিনিধি

২ মার্চ, ২০২০ | ২:২২ অপরাহ্ণ

সভা শুরুর আগেই চট্টগ্রামে যুবলীগের প্রতিনিধি সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। সামনের চেয়ারে বসাকে কেন্দ্র আজ সোমবার (২ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে রীমা কমিউনিটি সেন্টারে এ হাতাহাতির ঘটনা ঘটে।

বরিশাল থেকে আসা শামীম কবির নামের সাবেক এক ছাত্রনেতার সাথে নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সমর্থিত শেখ আবু নাছের আজাদসহ কয়েকজনের সাথে এমন ঘটনা ঘটেছে। এ সময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হলেও ৩০ মিনিটের মধ্যে আবারো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার সময় যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান নিখিল সভাস্থলে ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নগর কমিটির আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, কিছুই তো হয়নি। তবে সিনিয়র নেতারা আসবেন, তাই সামনে থেকে পিছনে বসার জন্য বলেছে হয়তো। দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে দলের প্রার্থীদের সমর্থনে এবং যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে এক সভা রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান নিখিল উপস্থিত রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট