চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সত্যপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ার সমাপনীতে বীর বাহাদুর

সকল ধর্মের মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম নিজস্ব সংবাদদাতা, রামু

২ মার্চ, ২০২০ | ৩:০৯ পূর্বাহ্ণ

লাখো মানুষের অংশগ্রহণে ৩ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বাংলাদেশে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, উপ-সংঘরাজ, প্রয়াত প-িত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। শেষদিনে ২৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রামু কেন্দ্রীয় সীমা বিহার সংলগ্ন মাঠে হাজার হাজার বৌদ্ধ নর-নারীর আবেগঘন পরিবেশে চন্দন কাঠের আগুনে দাহক্রিয়া সম্পন্ন হয় খ্যাতিমান এ বৌদ্ধ ধর্মীয় গুরুর।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী দিনে অনিত্য ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সকল ধর্মের মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম। যারা মানুষকে ভালোবাসে তারা মানুষের ক্ষতিসাধন করতে পারে না। প্রয়াত সত্যপ্রিয় মহাথের আজীবন মানুষকে এমন শিক্ষাই দিয়েছেন। তাই আমাদের সকলের উচিত তাঁকে অনুসরণ করা। তাঁর কর্ম ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করা।

ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক ড. জিনবোধি মহাথের। শনিবার বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন

মাঠে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রিয়রতœ মহাথের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, দিলীপ বড়–য়া, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, ড. সুকোমল বড়ুয়া, এথিন রাখাইন, আছিন আজ্ঞে ধাম্মা থের, উইমালানডা থের, সুমানাতিশা থের, জিনানন্দ মহাথের, বিবেকানন্দ মহাথের, ড. শীলানন্দ মহাস্থবির, শীলানন্দ মহাথের, অশোক বড়–য়া, দীপাল চন্দ্র বড়–য়া, প্রমথ বড়–য়া, প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, সুপ্ত ভূষন বড়–য়া, চৌধুরী প্রকাশ রায়, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, এড. রনজিত দাশ, প্রিয়তোষ শর্মা চন্দন, তছলিম ইকবাল চৌধুরী, সুবীর ব্রাহ্মণ চৌধুরী বাদল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ স্মারক ‘আর্যতস্য’ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞানন্দ ভিক্ষু, কন্ঠশিল্পী মানসী বড়–য়া, অধ্যাপক পরীক্ষিৎ বড়–য়া টুটুন ও অধ্যাপক নীলোৎপল বড়–য়া।
এদিকে উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে রামু বাইপাস সংলগ্ন মেরংলোয়া বিলের ৪০ একর জায়গা জুড়ে বসেছে সম্প্রীতির মেলা। অনুষ্ঠানস্থলে বাঁশ, কাঠ ও রঙ্গিন কাগজের কারুকার্যে তৈরি হয়েছে বিশাল আলং। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ২৮টি দল আলং নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট