চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২ নং গেইট থেকে চকবাজার রোডে যাত্রী ভোগান্তির নিরসন চাই

২ মার্চ, ২০২০ | ২:৫৯ পূর্বাহ্ণ

একসময় ২ নং গেইট হতে ভায়া চকবাজার কোতোয়ালির মোড পর্যন্ত টেম্পো সার্ভিস বিদ্যমান ছিলো, পরবর্তীতে এটা আবার কমিয়ে চকবাজার পর্যন্ত করা হয়। তাতেও যাত্রী সাধারণের মোটামুটি অসুবিধা হচ্ছিল না। বিগত কিছু দিন ধরে তা আরো কাটছাঁট করে এই টেম্পো সার্ভিসটি প্রবর্তক মোড় থেকে চকবাজার পর্যন্ত চলছে। কেউ কেউ ২ নং গেইট হতে এই টেম্পো সার্ভিস বন্ধ থাকার কারণ হিসেবে প্রবর্তক মোড় সংলগ্ন কালভার্ট সংস্কারের কথা বললেও বর্তমান টেম্পো সার্ভিস কালভার্টের আগে প্রবর্তক মোড়ের উত্তর পাশ হতে চলছে। এখানে প্রশ্ন, তবে ২ নং গেইট হতে চলতে পারছে না কেন? ২নং গেইট এলাকা হাইওয়ে কানেক্টিং ও জনগুরুত্বপূর্ণ হওয়াতে এখান থেকে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত মেডিকেল, চকবাজার ও আশেপাশের এলাকায় যাতায়াত করে। বর্তমানে এই টেম্পো সার্ভিস বন্ধ থাকাতে উক্ত যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় নি¤œ আয়ের লোকদেরও তিনগুণ চারগুণ ভাড়া দিয়ে এই এলাকায় যাতায়াত করতে বাধ্য হচ্ছে। যদিও এখান থেকে সিটি বাস সার্ভিসের ব্যবস্থা আছে, তা নিতান্তই অপ্রতুল। এছাড়া সকাল ও সন্ধ্যার সময় এই বাস সার্ভিস পাওয়া যায় না বললে চলে। এখানকার বিপুল যাত্রী সাধারণের কথা চিন্তা করে ২নং গেইট হতে পূনরায় টেম্পো সার্ভিস/ বিকল্প সার্ভিস কিংবা সকাল থেকে রাত অবধি নিরবচ্ছিন্ন বাস সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

মোহাম্মদ শামশুদ্দীন হেলাল
সভাপতি, বাংলাদেশ কবি-লেখক ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় শাখা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট