চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাঁচ ভাষা সৈনিককে সম্মাননা জানালো চবি এলামনাই এসো.

২ মার্চ, ২০২০ | ২:৫২ পূর্বাহ্ণ

চারুকলা ইনস্টিটিউটস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কার্যালয় চত্বরে গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উপলক্ষে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চবি এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কদরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ বড়ুয়া প্রসাদ বড়ুয়া, প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক চাকসু ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, এলামনাই এসোসিয়েশনের ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ সভাপতি মো. নাজিম উদ্দিন, সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, কামরুল হাসান হারুন, ছৈয়দ ছগীর আহমদ, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ ইমাম বিলু, চবি সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহম্মদ, দাউদ আবদুল্লাহ লিটন, ফেরদাউস বশীর, মোহাম্মদ ইউসুফ, জহিরুল আলম, শামীমা হারুন লুবনা প্রমুখ। দ্বিতীয় পর্বে একুশের প্রথম কবিতার রচিয়তা মাহবুব উল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন চৌধুরী, চৌধুরী হারুন অর রশীদ, ডা. সৈয়দ আহমদ চৌধুরী ও এডভোকেট এমদাদুল ইসলামকে সম্মাননা প্রদান করেন চবি এলামনাই এসোসিয়েশন।তৃতীয় পর্বে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট