চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

২ মার্চ, ২০২০ | ২:৪৬ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটি (এইউডব্লিওডিস) এর আয়োজনে এলিট পেইন্ট এর সহযোগিতায় ‘তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের প্রত্যয়’ এই স্লোগানকে সামনে নিয়ে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ২০২০ চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আর্ন্তজাতিক আন্তবিশ্ববিদ্যালয় বৃটিশ সংসদীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ অব ডিবেটরস এবং রানার আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় । বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড। দুইদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় ১৯টি দেশের ৬৪ জন বিতার্কিকদের সমন্বয়ে ৩২ টি দল অংশগ্রহণ করে । বিতর্ক পর্বের ১ম দিনে ৩২ টি দলের মধ্যে তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয় । এবং শেষ দিন সেখান থেকে নির্বাচিত ১৬ দল হতে ৮ দল ,পর্যায়ক্রমে ৪ দল শ্রেষ্ঠত্বের আসীনে সমাসীন হয়। ফাইনাল পর্বে উঠে আসা দলগুলো হলো ব্র্যাক ইউনিভার্সিটি দল ১ (নায়ারা নুর,আলিয়া ফাইরুজ), ব্র্যাক ইউনিভার্সিটি দল ২(রিশোন ইসলাম সাজিদ হাসনাত), নর্থসাউথ ইউনিভার্সিটি (মাহতাব খন্দকার, মমতাজ রহমান মেঘা), ও ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ অব ডিবেটরস ( শেখ রাফি আহমেদ, মেঘমাল্লার বোস) । চট্টগ্রামে এটি ১ম কোন আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন (এইউডব্লিও) ছাড়াও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , বুয়েট, চুয়েট,ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি,ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ, প্রিমিয়ারসহ দেশের শীর্ষস্থানীয় ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও বিতর্ক প্রতিষ্ঠান সমূহ অংশ নেয় ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট