চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ চসিকের

২ মার্চ, ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্মার্টড্যাশ বোর্ড ও ওয়েব পোর্টাল এবং ওয়েব রিপোর্টিং টুলস উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিকের টাইগারপাস কার্যালয়ে গতকাল রবিবার সকালে এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, শেখ তজিবুল ইসলাম, স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোরটিয়ামের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিএএসআইএস এর চেয়ারম্যান মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইটি অফিসার ইকবাল হাসান। এই স্মাটড্যাশ বোর্ড এবং ওয়েব রিপোর্টিং সিস্টেম এর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যেক

বিভাগের কর্ম পরিধি চলে আসছে স্মার্ট সিস্টেমের আওতায়। ফলে হাতের মুঠোয় চলে আসবে চসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্ন, প্রকৌশল, সচিবালয়, হিসাব ও রাজস্ব বিভাগের হিসাব নিকাশ। এতে সময় বাঁচবে, প্রক্রিয়া হবে সহজ থেকে সহজতর। এছাড়া নিশ্চিত হবে স্বচ্ছতা। এই প্রক্রিয়ায় প্রতিটি বিভাগকে দিনের কাজ শেষে ওয়েব রিপোটির্ং করতে হবে। ফলে প্রতিদিনের সবকটি কাজের তথ্য উপস্থাপিত হবে ডিজিটাল ড্যাশবোর্ডে। সিটি মেয়র বলেন, মশার উপদ্রব, নগর জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে নগরবাসি ভোগান্তির শিকার হচ্ছে। নগরবাসির একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসির প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই প্রতিষ্ঠানের কর্ণধার। তাই নগরবাসির যত অভিযোগ অনুযোগ এই প্রতিষ্ঠানের প্রতি। এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, নগরবাসির প্রত্যাশা অনেক। নগরকে একটি মেগাসিটি, স্মার্ট সিটি, পরিস্কার পরিচ্ছন্ন নির্মল শহর নগরবাসির প্রত্যাশা। সামর্থ্যরে মধ্যে সেই প্রত্যাশা পূরণে চসিক নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরে নগরবাসির শতভাগ প্রত্যাশা পূরণ করতে পাচ্ছে না চসিক।তাই চসিকের আজকের বাস্তবতা হচ্ছে দেশের সেরা ডিজিটাল নগর ভবন ও দেশের একমাত্র স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আত্মপ্রকাশ করছে বলে তিনি উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট