চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কলসিদিঘি পাড় এলাকায় ৪’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলওয়ের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানার কলসিদিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সেমিপাকা ও টিন শেডের বিভিন্ন স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রেলওয়ের প্রায় ১ একর

জায়গা উদ্ধার করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম জানান, ইপিজেড থানার কলসিদিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের প্রায় এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় রেলওয়ের জায়গায় টিন শেডের ও সেমিপাকা ৪’শ টি অবৈধ স্থাপনা ছিল। অভিযানে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান আজ সোমবারও চলবে।
উচ্ছেদ অভিযান পরিচালনায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তাদের সাথে রেলওয়ের প্রকৌশল বিভাগ, বৈদ্যুতিক বিভাগ, সিএমপি, জিআরপি, ইপিজেড থানা পুলিশ ও আরএলবি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট