চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের ‘দুঃখ’ চাক্তাই খালের দখলকৃত অংশ অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ, ২০২০ | ৬:১৭ অপরাহ্ণ

জলাবদ্ধতা নিরসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম নগরীর চাক্তাই খালের অবৈধভাবে দখলকৃত অংশ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম। চাক্তাই খালের বহদ্দারহাট (পুলিশ বক্সের পার্শ্বে) অংশ ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণের প্রতিবাদে ও দ্রুত তা অপসারণ করে নদীর গতিপথ চালু করার দাবিতে এ মানববন্ধন করা হয়।

আজ রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে করা মানববন্ধনে চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের সদস্যরা বলেন,  চট্টগ্রামের নগরবাসীর দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খাল হনন করার জন্য ৬ হাজারেরও বেশি কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। চাক্তাই খালের বহদ্দারহাট (পুলিশ বক্সের পার্শ্বে) অংশে ব্যক্তি বিশেষের প্ররোচণায় খালের ১০ ফুট দখল করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে। অচিরেই অবৈধভাবে দখলকৃত অংশ অপসারণ করে নদীর গতিপথ চালু করার দাবি জানাই।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট