চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে ছাত্রলীগের দু'গ্রুপের মারামারি
চবিতে ছাত্রলীগের দু'গ্রুপের মারামারি

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

চবি সংবাদদাতা

১ মার্চ, ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় লেডিস ঝুপড়িতে এ ঘটনার সূত্রপাত। পরে তা শাহজালাল ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।

বিবাদমান দুইটি গ্রুপ শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘সিএফসি’। এর মধ্য সিক্সটি নাইন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও সিএফসি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

জানা যায়, বিভাগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে লেডিস ঝুপড়িতে সিক্সটি নাইনের কয়েকজন কর্মীর সাথে সিএফসির কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সিএফসির কর্মীরা সিক্সটি নাইনের তিন কর্মীকে মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপ কলা ঝুপড়ি ও সমাজবিজ্ঞান ঝুপড়িতে দুই দফা মারামারি করে। পরবর্তীতে প্রক্টর এস এম মনিরুল হাসান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে শাহ আমানত হলে সিএফসি ও শাহ জালাল হলে সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান নিয়ে পরস্পর ঢিল নিক্ষেপে লিপ্ত হয়। এসময় উভয় গ্রুপকে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট