চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

খেলাধুলায় সুস্থ থাকে শরীর-মন

মফস্বল ডেস্ক

১ মার্চ, ২০২০ | ৩:৩১ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে সম্প্রতি। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, খেলাধুলায় সুস্থ থাকে শরীর ও মন।
রাঙ্গুনিয়া রসুলপুর নুরানী মাদ্রাসা: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে সম্প্রতি। শিক্ষক মিয়া মো. ওমর ফারুক মাসুদের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। শিক্ষক মো. ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. ইদ্রিচ মিঞা মাস্টার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী, উপাধক্ষ্য কামাল উদ্দিন, অধ্যাপক মো. ইউসুফ, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়: কাপ্তাইয়ে নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে সম্প্রতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক গোলাম মাওলা, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, এডিশনাল এসপি জোনায়েদ সাকিব, দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী প্রমুখ।
মিরসরাই মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সম্প্রতি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোতাহের হোসেন চৌধুরী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর প্রশাসক আজহারুল হক চৌধুরী। শিক্ষক মাওলানা মো. শিহাব উদ্দিন ও মোস্তাফিজুর রহমান রিয়াদের যৌথ সঞ্চালনায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ্ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন, মো. রেজাউল করিম, জোৎ¯œা আরা বেগম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
গুজরা কিন্ডারগার্টেন এসোসিয়েশন: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, এসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এনএস পার্কে অনুষ্ঠিত হয় সম্প্রতি। সংগঠনের সভাপতি শামসুল আলম সভাপতিত্বে ও শাওন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব টিপু দাশ, সহ-সভাপতি কাজী আবু বকর চৌধুরী, এম রমজান আলী, শিখা রানী দে, জাহেদুল আলম জাহেদ, ফরিদুল ইসলাম, খায়ের আহমদ বাবুল, এরশাদ বাদশা, এম ইব্রাহিম, এসকান্দর মিয়া, আলী আকবর, ডলি চৌধুরী, মো. ফরহাদ, সাহেদুল ইসলাম, রুমি বড়–য়া, মো. সোহেল, ছগির আহমদ, মো. জাবেদ, আবদুল্লাহ আল মামুন, পুতুল শীল, নুরুল কবির, পূরবী বড়–য়া, মো. আজাদ প্রমুখ।
গহিরা তরী সংসদ রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়ক বই বিতরণ করা হয়েছে সম্প্রতি। সংগঠনের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে গহিরা খান সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক টুটুল মুৎসুদ্দী, শাহানাজ পারভিন, ছন্দা বড়ুয়া, আনিসুল খান, দিদার, সেলিম উদ্দিন, আল-আমানা ইসলামি কাফেলার সভাপতি হারুনুর রশীদ, ইব্রাহিম। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য পারভেজ, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, জুবাইর, সোলাইমান রনি, জাবের হাসান, নাঈম উদ্দিন, পারভেজ, এমদাদ উল্লাহ, মাহমুদুল, জাহেদ, জুনাইদ, ফাহিম, হাফেজ ফারুক প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট