চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস

সাধারণের দুর্ভোগ বাড়িয়েছে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি

১ মার্চ, ২০২০ | ৩:২১ পূর্বাহ্ণ

কল্যাণ পার্টির মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি করে জনদুর্ভোগ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। ব্যবসায়ী, সাধারণ ভোক্তা ও রাজনীতিবিদদের আপত্তি অগ্রাহ্য করে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লাগামহীন উর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, অবিলম্বে সরকারকে সকল ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, এমনিতেই নানা কারণে ব্যবসা-ব্যয় বেড়ে যাচ্ছে। উৎপাদন সেক্টরগুলোতে ভয়াবহ বিপর্যয় চলছে। এর ওপর বিদ্যুতের দাম বাড়ানো হলো। বিদ্যুতের অপচয়, চুরি, দুর্নীতি বন্ধ করা হলে বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো প্রয়োজন হতো না। বরং বিদ্যুতের মূল্য কমানো যেতো। এরপরেও গ্রাহকের কথা বিবেচনা না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। কল্যাণ পার্টির মহানগর সা. সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি এডভোকেট জুহুরুল হক আনছারী, দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট মোজম্মিল হোসেন, দক্ষিণ জেলা সেক্রেটারি ডা. কলিম উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ইরফানুল হায়দার, কোতোয়ালী সভাপতি জাহেদ আলী, সাদ্দাম হোসেন সায়মান, নজমুল হুদা নিয়াজি প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট