চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জামালখানে ৬ নারী উদ্যোক্তার পিঠা উৎসব

১ মার্চ, ২০২০ | ৩:২১ পূর্বাহ্ণ

ফাল্গুন মাসে শীতের বাহারি পিঠার উৎসব নিয়ে হাজির হয় চট্টগ্রাম নগরীর কয়েকজন নারী উদ্যোক্তা। স্পোর্টিভ কোকোলোকো’র সহযোগিতায় গতকাল শনিবার জামালখান স্পোর্টিভ কোকোলোকো প্রাঙ্গণে বর্ণিল পিঠা উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান আরা ইসলাম ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট বংশীবাদক ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম। তিনি পিঠা উৎসবে অংশগ্রহনকারী নারী উদ্যোক্তাদের অতিথিরা বলেন, মানুষ তখনই সার্থক যখন তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হওয়ার সুযোগ পায়,জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথ খুঁজে পায়। নতুন প্রজন্মের কাছে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিঠা উৎসবে ভাপা, চিতই, পাটিসাপ্টা, পুলিপিঠাসহ নান রকমপিঠা স্থান পায়।অংশগ্রহণকারী ছয় নারী উদ্যোক্তা হলেন মজির্না বেগম আরজু, সামিনা কাদের, মাসুমা বেগম, খোদেজা আক্তার পলিন, হাসিন বিনতে, শেখ নাসরিন পারভিন রুচি, নার্গিস সুলতানা, জিনাত ইয়াসমিন রূম্পা ও জনপ্রিয় অনলাইন ফুড সাপ্লাইয়ার মানহাস কিচেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট